রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে দুটি পরিবারের ৬টি ঘরসহ মালামাল পুড়ে ভস্মিভত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার আরিফপুর গ্রামের ময়েন উদ্দিন পরিবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এ সময় রান্না করার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। প্রথমে রান্না ঘরে পরে শয়ন কক্ষে আগুন ধরে। পাশের বাড়ির আবদুল মান্নান হঠাৎ আগুন দেখতে পান। তার চিৎকারে এলাকার লোক এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রন করতে না পেরে লালপুর ও চারঘাট ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগে ময়েনের বাড়ি থেকে তার ভাই মোস্তফার বাড়িতে আগুন ধরে বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে বাড়ির মালিক মোস্তফা দাবি করে বলেন, আগুনে আমার ও ভাই এর প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রন করতে দুই ভাইয়ের আধা পাাঁকা বাড়ির ৬টি রুমের সমস্ত মালামাল পুড়ে ভস্মিভত হয়ে গেছে।
বাউসা ইউনিয়ন পরিষদের মেম্বর আলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে দুটি পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
এ বিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়ার পর পর ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।