খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন শ্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ২৩-২৯ এপ্রিল সময়কাল কে পুষ্টি সপ্তাহ উল্লোখ্য করে ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে উৎযাপিত হচ্ছে পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য বিভাগ বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা চত্বরে পুষ্টি বিষায়ক বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালীর নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আখতারুজ্জামান মিঠু। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন এর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় অংশ নেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দোনেশিয়া, আওয়ামী লীগ নেতা বুলবুল কবির, আবু দাউদ, বীরমুক্তিযোদ্ধা এ্যাড আলম জাকারিয়া প্রমুখ।