মণিরামপুর উপজেলার খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বিদ্যালয় চলাকালিন একই বিদ্যালয়ের দপ্তরীর নেতৃত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিটের পর দপ্তরীর বাড়িতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থী ও শিক্ষকরা ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনায় হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে না পারায় শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার খামারবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালে স্থানীয় হারুন অর রশিদ খান নামে এক যুবককে চতুর্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরী) হিসেবে নিয়োগ দেন পূর্বের কমিটি। বর্তমান সরকারি বিধি মোতাবেক নিয়োগকৃত প্রার্থীর বয়স ৩৫ বছর পর্যন্ত গ্রহনযোগ্য। কিন্তু অভিযোগ রয়েছে হারুন অর রশিদের বয়স ৩৫ বছরের বেশি হলেও পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং সাবেক প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল ৯ লাখ টাকার বিনিময়ে তাকে নিয়োগ দেন। নিয়োগের কিছুদিন পর কমিটির মেয়াদ শেষ হয়। তাছাড়া প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল চাকুরি থেকে অবসরে যান।
প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মিলন অর্থ লেনদেনের অভিযোগটি অস্বীকার করে বলেন, বিধিমোতাবেক তাকে নিয়োগ দেয়া হয়। বর্তমান প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক। ইতোমধ্যে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমপিওভূক্তির জন্য হারুন অর রশিদের কাগজ পত্রাদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলে প্রেরন করেন। কিন্তু হারুন অর রশিদ খানের বয়স ৩৫ বছরের বেশি হওয়ায় ওই কর্মচারীরর এমপিওভূক্তির আবেদন বাতিল করা হয়। এ ব্যাপারে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দোষারোপ করেন দপ্তরী হারুন অর রশিদ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, গত শনিবার বিদ্যালয় চলাকালিন বেলা ১২ টার দিকে দপ্তরী হারুন অর রশিদ মোবাইল ফোনে আমাকে জরুরী ভিত্তিতে পাশ্ববর্তী বাজারে আসতে অনুরোধ করে। সেখানে যাওয়া মাত্রই দপ্তরী হারুন অর রশিদের নেতৃত্বে তার ভাই ইকবালসহ কয়েকজন তাকে মারপিটের পর ধরে নিয়ে বাড়িতে বেঁধে রাখে। আর এ খবর মুহুর্তের মধ্যে জানতে পেরে শিক্ষার্থী এবং শিক্ষকরা তাৎক্ষনিকভাবে দপ্তরীর বাড়িতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উদ্ধার করেন।
খবর পেয়ে থানার এসআই আবু সুফিয়ান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সহয়তায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদী হয়ে দপ্তরী হারুন অর রশিদসহ হামলাকরীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের পর কাউন্টার হিসেবে আসামি পক্ষ পাল্টা আরেকটি লিখিত অভিযোগ করেছেন। দুটো আভিযোগই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মণিরামপুর থানার এসআই আবু সুফিয়ানকে।
এসআই আবু সুফিয়ান জানায়, অভিযোগ দুটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিটের বিষয়টি আমি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে এর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
,