প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেছেন, সবাই যাতে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত জাতি হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগতে পারে এ জন্য সবার জন্য এমন শিক্ষা ব্যবস্থাই চালু করেছে আওয়ামীলীগ সরকার। আমাদের দেশের অনেক ছেলে মেয়ে জমি-জমা বিক্রি করে বিদেশে পাড়ি দেয়, সেই দিনের অবসান অচিরেই হবে, সেদিন বিশ্বের অনেক দেশের মানুষ আমাদের দেশে কর্মের জন্য আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সময় বলে থাকেন, উনার বাবা মা নেই, হত-দরিদ্র মানুষের মুখে হাসি দেখলে তিনি খুশি হন, এজন্য গরীব মানুষের সন্তানরাও যাতে পড়ালেখার সুযোগ পায় সেই প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, রিচিং আউট অব স্কুল চিলড্রেন ফেইস টু প্রকল্পের বিভাগীয় কর্মশালা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুর থেকে শুরু হলো, এটি পর্যায়ক্রমে সারাদেশে অনুষ্ঠিত হবে। গতকাল সকালে পর্যটন মোটেলে রিচিং আউট অব স্কুল চিলড্রেন ফেইস টু প্রকল্পের বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন গিয়াস উদ্দিন আহমেদ, রিচিং আউট অব স্কুল চিলড্রেন ফেইস টু প্রকল্পের প্রকল্প পরিচালক দেলওয়ার হোসেন, রংপুরের । বিভাগীয় কর্মশালা শেষে আনন্দ স্কুল থেকে ২০১৮ সালের সমাপনি পরিক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।