বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ বাস্তবায়ন সংক্রান্ত অংশীজনের রংপুরের সকল ব্যবসায়ী নেতাদের সাথে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদশক সোমা রায় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার ইন্সপেক্টর মোহাম্মদ আলী, সঞ্জিত কুমার মোহন্ত, আফজাল হোসেন, তপন রায়, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মফিজার রহমান চান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক শেখ শাহীন, লিটন পারভেজ, মোয়াজ্জেম হোসেন মিঠু, যুগ্ম প্রচার সম্পাদক ইব্রাহিম ব্যাপারী, কার্যকরী সদস্য আসাদুজ্জামান লিটন, জেলা সভাপতি আলতাফ, সহ সভাপতি আলতাফ হোসেন, হোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।