চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপে-দীর্ঘদিন ধরে চলা এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড নিজেই। জানিয়েছেন, পিএসজিতে থাকার পরিকল্পনার কথা।
গোল ডটকম চলতি সপ্তাহে এক প্রতিবেদনে দাবি করে, রিয়ালের সঙ্গে যোগাযোগ চলছে এমবাপের। এ ছাড়া দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে জিনেদিন জিদান মাদ্রিদে ফেরার পর থেকে স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, এ বছরের গ্রীষ্মকালীন দল-বদলে বড় অংকের টাকা খরচ করে বেশ কয়েকজন খেলোয়াড় কিনতে চায় রিয়াল। আর ওই তালিকায় তরুণ এই ফুটবলারের নাম নাকি উপরের দিকে রয়েছে।
তবে চলতি বছরের দল-বদলে পিএসজি ছাড়ছেন না বলে সম্প্রতি ফ্রান্সের এক টেলিভিশন চ্যানেলকে জানান এমবাপে।
“হ্যাঁ, এখানে থাকার ব্যাপারে আমি নিশ্চিত।ৃরিয়াল মাদ্রিদের জন্য ভালো যে তাদের জিনেদিন জিদানের মতো কোচ আছে। একজন সমর্থক হিসেবে আমি তাদের ম্যাচ উপভোগ করব।”
চলতি মৌসুমে ভালো ছন্দে আছেন এমবাপে। লিগ ওয়ানের চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০টি গোল করেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।