বিটিভিতে প্রচার হওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক সংশপ্তকের চরিত্র মিয়ার ব্যাটার কথা নিশ্চয়ই মনে আছে দর্শকের। এবার নতুন একটি নাটকে মিয়ার ব্যাটা হয়ে পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এই ‘মিয়ার ব্যাটা’ কি করবেন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। শফিকুর রহমান শান্তনুর রচনায় সোহেল রানা ইমন নির্মাণ করেছেন সাত পর্বের ঈদের ধারাবাহিক নাটক ‘মিয়ার ব্যাটা’। এতে আরো অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও জামিল।