ঐতিহ্যবাহী ঘোষনগর গ্রাম। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। যুগ যুগ ধরে এই গ্রামটি প্রাচীন কালের যেসব ঐতিহ্য বহন করে আসছি কালের আবর্তে তার সবই আজ বিলীন হয়েছে। জেলা পরিসংখ্যান বইয়ের তথ্য মতে ২৬৮ একর ১.০৯ বর্গ কিলোমিটার আয়তনের গ্রামটিতে বর্তমান ২৩৭টি পরিবার বসবাস করে, আর মোট জনসংখ্যা ১০৫৩জন। শিক্ষার হার শতকরা ৩০ ভাগ। গ্রামটিতে বর্তমানে হিন্দু, মুসলিম দুই জাতী সমান সংখ্যাক আদীপত্য নিয়ে বসবাস করেছে। এই গ্রামটির নাম করণ নিয়েও দ্বিধা বিভক্তির মধ্যে রয়েছে ঐতিহাসিক গণ। কারো কারো মতে আজ থেকে প্রায় হাজার বছর আগে এটি একটি ব্যবসায়ী নগরে পরিনত ছিলো। যে কারণে অনেকে এর নাম নগর গ্রাম হিসাবে দাবী করেন। কালের আবর্তে সব কিছু বিলিন হতে হতে এলাকাটি একসময় পরিনত হয় জন মানুষ হীন নগরে। এ অবস্থা প্রায় শত বছর চলতে থাকে। যার ফলে দীর্ঘদিন যাবৎ মাঠ - ঘাটের জমি চাষাবাদ না হওয়ায় মাঠে মাঠে ভরে যায় সবুজ ঘাসে। আর এই ঘাসে ভরা মাঠের কারণে ১৮৩৮ সালের দিকে এই গ্রামকে ঘাস নগর হিসাবে নাম করণ করা হয়। যে নাম ঐতিহাসিক যশোর অঞ্চলের মানচিত্রে পাওয়া যায়। গ্রামটির দক্ষিণ - পশ্চিম কোণ ঘেষে তৎকালে বিশাল ভৈরব নদী অতিবাহিত হওয়ায় এলাকাটি বসবাসের জন্য অত্যন্ত অনুকূল ছিলো। তাই দুর-দুরন্ত থেকে নদী পথে মানুষ এসে এখানে আবারও বসতি স্থাপন করতে লাগলো। ধীরে ধীরে সেই ঘাসে ভরা মরুরদান আর জঙ্গলে আবৃত বনভূমি পূর্ণ হতে থাকে জন ভূমিতে। আর এজন্য ঘাস নগর নামটি বেশীদিন স্থায়ী হয়নি। কারণ এখানে যারা বসতী স্থাপন করেছিলেন সেই আদী বাসী সম্প্রদায়ে বেশীর ভাগ ছিল ঘোষ সম্প্রদায়। গ্রামের সকল স্থানে কর্তৃত্ব ছিল তাদের।
এই হিসাবে ১৮৯৮ খ্রীঃ মতান্তরে ১৯৩৯ খ্রীঃ গ্রামটি ঘোষনগর হিসাবে পরিচিতি লাভ করে। যে নামটি বর্তমানে প্রতিষ্ঠিত এবং সরকারি - বেসরকারি সকল কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু কালে কালে আদীবাসী সম্প্রদায় গুলো এ গ্রাম থেকে প্রকৃতির টানে নিঃশ্বেষ হয়ে যাওয়ায় ক্রমে হিন্দু ও মুসলমান ২টি সম্প্রদায় সমান ভাবে বসবাস করতে থাকে। প্রায় দুই -তিনশত বছরে আদীবাসী এ দুটি সম্প্রদায়ের সমান আদিপত্য রয়েছে এই গ্রামে। এ গ্রামটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ঐতিহ্য। ছিলো ছোট বড় অনেক প্রাসাদ আর অট্টেলিকা। যা প্রাচীন রাজা বাদশাদের স্মৃতি বহন করত। ছিলো চাষীদের নীল কুঠির। কালে কালে ভূমি দস্যুদের কবলে পড়ে সব কিছুই আজ ধ্বংস প্রাপ্ত। নতুন প্রজম্মের কাছে যা আজ স্বপ্নের মত। ঐতিহাসিক গণের মতে গ্রামের দক্ষিণ - পশ্চিম কোল ঘেষে বিশাল ভৈরবনদী প্রবাহিত হওয়ায় আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে এখানে গড়ে উঠেছিল এক বিশাল নগরী। যা ১৮৭৪ সাল পর্যন্ত বিদ্যমান ছিলো বলে ঐতিহাসিকগণ দাবী করেন।
এই বিশাল এলাকা শাসন কর্তা ছিলো তৎকালীন এক মুসলিম রাজা। দাবীকৃত নগর গ্রামেই অবস্থিত তার বিশাল প্রাসাদ। প্রসাদটি ছিলো নদীর পশ্চিমতীর বর্তী। প্রায় ১০ থেকে ১২ একর জমি নিয়ে নির্মিত প্রাসাদটি ছিলো উঁচু দেওয়ালে পরিবেষ্ঠিত। শত্রু বা জনসাধারণ যাতে সহজে প্রবেশ করতে না পারে সেজন্য ছিলো কড়া পাহারা। ঘোড়া রাখার জন্য ছিলো আলাদা ঘোড়াশালা। শাসন ব্যবস্থা ছিলো সুলতানী প্রকৃতির। আচার অনুষ্ঠান ছিলো অত্যন্ত উঁচু মানের। প্রাসাদের এক কিলোমিটার উত্তরে নদীর পাড়ে অবস্থিত ছিলো বিশাল বাজার। যা বোজতালহাট নামে পরিচিত ছিলো। বড় বড় জাহাজ এসে ভিড়তো এ বাজারে। দূর দুরান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটতো। বোজতালহাটটি পরবর্তীতে বোজ তলার হাট নামে পরিচিতি পায়। ১৮৯০ সাল পর্যন্ত এ বাজারের অস্তিত্ব টিকে ছিলো বলে প্রবীনরা জানায়। ইতিহাস স্বাক্ষ্য দেয় মুসলিম শাসনের অবসানের পর এই এলাকাটি ইংরেজ শাসকদের দখলে চলে যায়। সেই সাথে নগরভবনটি তারা দখলে নিয়ে নেয়। ক্রমে ক্রমেই মুসলামান ও হিন্দু প্রজাদের উপর ইংরেজ শাসকরা বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে তাদের উপর চালাতে থাকে নির্যাতন ও অত্যাচার। একপর্যায়ে ইংরেজরা সবুজ ফসলের মাঠ ধ্বংস করে কৃষকদের নীলচাষ করতে বাধ্য করে। এরপর তারা স্থাপন করে নীল কুঠির। যেখানে বসে তারা নীল চাষীদের নিয়ন্ত্রণ করত। বর্তমানে এই গ্রামের দালাল বাড়ির অভ্যান্তরেই অবস্থিত ছিলো ইংরেজদের সেই অভিসপ্ত নীল কুঠির। এলাকাবাসীর দাবী এখনো গভীর রাতে নদীর পাড়ে সেই কুঠি বাড়ির নির্জন এলাকা থেকে মায়া কান্না শোনা যায়।
বর্তমান নওশের মোল্যার বাড়ির ২০০গজ পশ্চিমে অবস্থিত ছিলো সেই বিশাল নগরভবন বা রাজ প্রাসাদ। প্রাসাদের ভিতরে ছিলো ৩টি কূপ। জনশ্রুতি আছে যার একটিতে থাকতো বিষাক্ত সাপ, একটিতে ধন রতœ, আর অপরটিতে ছিলো সুড়ঙ্গ পথ। যে পথ মাটির তলা দিয়ে ২০০ গজ দূরে নদীর সাথে গিয়ে মিশেছে। এলাকাবাসীর দাবী ১৯৯৫ সাল পর্যন্ত এই আলোচিত ভবনে অনেক স্থাপত্য টিকে ছিলো। অখ্যাত ছিলো ৩টি কূপ। এলাকার প্রবীনরা জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুরা এই প্রাসাদে আক্রমণ করে ছিলো। এজন্য প্রাসাদের গায়ে অনেক কামান গোলার পুড়া আঘাতের ক্ষত ছিল। পরবর্তীতে ইংরেজদের মদদপুষ্ট হিন্দু জমিদারদের দখলে চলে যায় এই প্রাসাদটি। কালক্রমে ভবনটি অধিকাংশ বিলীন হতে থাকে। একপর্যায়ে দেশ স্বাধীনের পর এ ভবনের এরিয়া সহ সকল জমি এলাকার হাজারীলাল দেবনাথ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির দখলে চলে যায়। এরপর থেকেই হাজারী লাল-এর পুত্ররা প্রসাদের মূলবান ইট পাথর এবং মাঠি খুড়ে মূল্যবান ধাতু গুলো নিজেদের আয়েত্ব নিয়ে নেয়। তবুও এর আশপাশে অনেক নির্দাসন এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রাচীরের চওড়া ভীত গুলো দেখলে এখনো মনে হয় ভবনের চিত্র মনের মাঝে ভেসে উঠে।
আর হয়তো গড়ে উঠবে না নগর ভবনের মত দৃষ্টি নন্দন প্রাসাদ। হয়তো আর তিল তিল করে গড়ে উঠবে না বোজতলার মত ঐতিহ্যবাহী হাট। হয়তো ভৈরব নদী বুক ভাসবেনা আর জোয়ারে। কিন্তু কালের পরিবর্তনে শত বছর পার হলেও আবারও এই গ্রামের পূর্ব দক্ষিণ কনে ভৈরব নদীর কোল ঘেষে গড়ে উঠেছে একটি বাজার। গ্রামের প্রাচীন নাম অনুসারে বাজারটি (নগরবাজার) হিসাবে পরিচিতি লাভ করুক এটাই আজ সময়ের দাবী। আর এরই মাধ্যমে গ্রামবাসী ফিরে পাবে তার শত বছরের হারানো ঐতিহ্য।