বাগেরহাটে আদালত অঙ্গনে ঘুষ, দূর্নীতি আইনজীবীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপী আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে জেলা আইনজীবী সমিতির সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরেআজ টিপু, সহ-সভাপতি এ্যাড. নুর মোহাম্মাদ, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, সিনিয়র আইনজীবী মোজাফফর আহমেদ, ফকির মুনছুর আলী, ফরিদ উদ্দিন আহমেদ, শাহ-ই- আলম বাচ্চু, সিদ্দিকুর রহমান, মোল্লা ফজলুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কতিপয় বিজ্ঞ বিচারক আইনজীবীগণের সাথে অশোভন ও সম্মান হানীকর আচারণ, বিচারক সুলভ আচরণ না করা, বিচার কার্যে খামখেয়ালীপনা করা, দাখিলী দলিলপত্র ফেরত নেয়ার ক্ষেত্রে ৫০/- টাকার বন্ড নেয়ার নিয়ম চালু এবং আদালত অঙ্গনে ঘুষ-দূর্নীতি বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, আগামি দুই দিনের মধ্যে যদি বিচারক ও তাদের কর্মচারীরা অনিয়ম ও দূর্নীতি থেকে ফিরে না আসে তাহলে রবিবার থেকে লাগাতার এক ঘন্টা করে কর্মবিরতি পালন। প্রয়োজনে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি প্রদান করার ঘোষনা দেন আইনজীবীরা।