“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই শ্লোগানে দাকোপে নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯। ২৩-২৯ ডিসেম্বর নানা উদযাপনে দিবসটি পালিত হবে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে একই স্থানে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন ইউএস এ আইডি এর খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নবযাত্রার কর্মকর্তা নাজমিন আরা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডাঃ সাইফুদ্দিন, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা দাকোপের প্রকল্প প্রধান মাহাবুবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির. কৃষক প্রতিনিধি সঞ্জিব মোড়ল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এনায়েত হোসেন।