রাজবাড়ীতে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, রোহিঙ্গারা আর দ্বিতীয় বার ভোটার হতে পারবে না কারণ রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে পুলিশ প্রশাসন তখন তাদের ঠিকানা ও আঙ্গুলের ছাপ সহ প্রয়োজনীয় সব ধরনের ছাপ নেওয়া আছে এখন তারা ভুল বা ভুল তথ্য ও নাম দিয়ে আর ভোটার হতে পারবে না যেখানে সেখানে।
কারন আঙ্গুলের ছাপ রয়ে গেছে পুলিশ প্রশাসনের কাছে। ভোটার একজন একবারই হতে পারবে বার বার হতে পারবেনা। আগে একজন একাধিকবার ভোটার হতে পারত এখন বায়োম্যাট্রিকের কারণে দ্বিতীয়বার ভোটার হতে পারবেনা। সব তথ্য বায়োম্যাট্রিকে আছে, সুতরাংকোথাও গিয়ে নিজের পরিচয় গোপন রেখে ভোটার হতে পারবে না।
তবে উপজেলা নির্বাচনে ভোটারের সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে বলেন একটি বড় রাজনৈতিক দল ভোটের অংশ না নেওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে জানান।
রাজবাড়ী জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন মঙ্গলবার সকাল এগারটার সময় তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদপুর নুরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, উপজেলার চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারী দপ্তরের কর্মকর্তারা।
পরে সদর উপজেলার ১ জন ভোটারের ভোটার তালিকা হাল নাগাদ করার মধ্য দিয়ে এ উদ্বোধন করা হয়।