কর্মপরিবেশের নিরাপত্তা এখনও টেকসই নয় বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার সকালে ধানমন্ডিস্থ টিআইবি কার্যালয়ে 'তৈরি পোশাক খাতে সুশাসন : অগ্রগতি ও চ্যালেঞ্জ' শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। আর তাতেই উঠে আসে এমন বিষয়। গবেষণাপত্রটি উপস্থাপন করেন টিআইবির ফেলো নাজমুল হুদা মিনা এবং মোস্তফা কামাল।
২০১৩ সালে গার্মেন্ট শ্রমিকদের বেতন বৃদ্ধিকে একরকম 'শুভঙ্করের ফাঁকি' উল্লেখ করে গবেষণাপত্রে বলা হয়, বাজার ও দ্রব্যমূল্য এবং জীবন মান বৃদ্ধির সাথে তুল্যমূল্য বিচারে বেতন বাড়েনি বরং ২৬ শতাংশ কমেছে।
গত ছয় বছরের একটি পরিসংখ্যান উপস্থাপন করে বলা হয়, এই সময়ের মধ্যে সাড়ে ১২ শ গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে। সেই সাথে চাকরিচ্যুত হয়েছেন প্রায় চার লাখ শ্রমিক। এদের মধ্যে মাত্র ৬৬০০ জন তাদের ন্যায্য ক্ষতিপূরণ পেয়েছেন।
অনুষ্ঠানটিতে মুখবদ্ধ উপস্থাপন আর সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।