শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কাচাড়ীপাড়া রাজস্ব জামে মসজিদের ইমাম ও ইমাম সমিতির সম্পাদক মোঃ সমর আলী (৬০) গড়কান্দাস্থ বাড়ীর নিজস্ব ঘরের চালের পানি পড়া নিয়ে প্রতিবেশির আক্রমণের শিকার হয়ে গত ২১ এপ্রিল দুপুরে মারাত্বকভাবে আহত হয়ে নালিতাবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে, নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দাস্থ নিজস্ব বাড়ীর ঘরের চালের পানি পড়া নিয়ে গত ২১ এপ্রিল রবিবার দুপুরে প্রতিবেশি মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে কাচাড়ীপাড়া রাজস্ব জামে মসজিদের ইমাম ও ইমাম সমিতির সাধারন সম্পাদক মোঃ সমর আলী ও পরিবারের সদস্যদের সঙ্গে বাকতিন্ডতা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেয়ে বিষয়টি নিয়ে মারামারি শুর হয়ে যায়। এ ঘটনায় ইমাম মোঃ সমর আলীকে মারাত্বক ভাবে আহত করলে তিনি রক্তাক্ত হয়ে আহত হন। পরে তাকে জরুরী ভাবে নালিতাবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ইমাম সমর আলীর পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে।
ইমাম সমিতির সভাপতি হাজী মোঃ জামাল উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। প্রতিবেশির হামলায় তিনি মারাত্বক আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ছবিতেঃ নালিতাবাড়ী পৌরশহরের কাচাড়ীপাড়া রাজস্ব জামে মসজিদের ইমাম ও ইমাম সমিতির সম্পাদক মোঃ সমর আলী মারাত্বক আহত হয়ে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি হয়েছেন।