শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে আজ সোমবার রাতে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের ৫টি ঘরে চুড়ি হয়েছে।
মন্দির কমিটি সূত্রে, গোপাল জিউর মন্দিরে ৫ টি ঘরে মন্দির। ভোলানাথ মন্দির, হনুমান মন্দির, পঞ্চতত্ব মন্দির ও অফিস কক্ষে সংঘবদ্ধ চোরের দল গ্রিলের লক ভেঙ্গে প্রায় নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৬ ভরি স্বর্নলংকার, কাসার থাল, রুপার বিছা, কীতর্ন সরঞ্জামাদি চুড়ি করেছে।
গোপাল জিউর মন্দিরের সাধারন সম্পাদক সত্য রঞ্জন সরকার বলেন, এই মন্দিরে এ ধরনের চুড়ি আগে কোন দিন হয়নি। আমাদের নিজস্ব কোন পাহাড়াদার ছিল না। এ ঘটনা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনায় পুলিশ মন্দিরে এসে তদন্ত করেছে।