নওগাঁয় জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে জেলা প্রশাসকের এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের আহবানে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা সদর সহ সমগ্র জেলার পরিবেশ উন্নয়ন এবং নওগাঁ শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্্েরাতা এবং নওগাঁর অর্থনৈতিক কর্মকা-ে গুরুত্বপূর্ন অবদান রাখা ছোট যমুনা নদী দুষণ, দখলমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনতে কি করনীয় সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এই মতবিনিময়সভায়। মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মো: মিজানুর রহমান নওগাঁবাসীর জন্য ছোট যমুনা নদীটিকে আবারো ব্যবহার উপযোগী এবং স্থানীয় কৃষি, মৎস্য ও ব্যবসা ক্ষেত্রে কিভাবে গুরুত্ববহ করে তোলা যায় সে ব্যপারে সম্ভাব্য পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি সাংবাদিকদের নিকট থেকে এ ব্যাপারে গঠনমুলক পরামর্শ আহবান করেন। এ ছাড়াও তিনি নদীকে রক্ষায় প্রাত্যহিক ময়লা আবর্জনা যাতে নদীতে না ফেলা হয় সে ব্যপারে জনগনকে সচেতন করার লক্ষ্যে স্ব স্ব মিডিয়ার মাধ্যমে ভুমিকা রাখার অনুরোধ জানান।
এ মতবিনিময়সভায় সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি মো: নবির উদ্দিন সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, সাবেক সভাপতি মো: কায়েস উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রহমান রতন, এটিএন বাংলা প্রতিনিধি এ এস এম রায়হান আলম, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন ও শফিক ছোটন, চ্যানেল ২৪ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ও মোহনা টিভি প্রতিনিধি মাহমুদুননবী বেলাল, কার্যনির্বাহী সদস্য ও মাই টিভি প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী কামাল হোসেন, সাংবাদিক আহাদ আলী বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মো: শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: কামরুজ্জামান, সামাজিক উদ্ভাবন টিম-এর সদস্য সচিব বিয়াম ল্যাবরেটরী স্কুল এ- কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, সদস্য শামসুল আলম এবং চন্দন দেব উপস্থিত ছিলেন।