
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যায় আর্থিক লেনদেন বিষয়ে ক্ষতিয়ে দেখতে বিভিন্ন ব্যাংক শাখায় কাজ করছে সিআইডির বিশেষ দল। মঙ্গলবার দপুরে সোনাগাজী উপজেলার কৃষি ব্যাংক, জনতা ব্যাংক ও ইসলামি ব্যাংক শাখায় সিআইডি'র অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল ব্যাংকগুলো পরিদর্শন করেন।এসময় তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা সহ হত্যায় জড়িতদের ব্যাংকের হিসেব ক্ষতিয়ে দেখেন।