না ফেরার দেশে চলে গেলেন ‘দুলাল স্যার’ নামে খ্যাত যশোর সম্মিলনী ইন্সটিটিউশনের সাবেক সহকারী প্রধান শিক্ষক দাস দুলাল হরি (বিএসসি)। রবিবার সকালে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরোলোক গমন করেন তিনি (ওম দিব্যান্ লোকন্ স গচ্ছতু)। মৃত্যুকালে স্যারের বয়স হয়েছিল ৭৯ বছর। রাতে রাজগঞ্জ মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে দুলাল স্যারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নামে যশোর সম্মিলনী ইন্সটিটিউশনের প্রাক্তন ছাত্রদের মাঝে। ঢাকা থেকে বিকেলে সরাসরি দুলাল স্যারের শবদেহ যশোর সম্মিলনী ইন্সটিটিউশনের বিদ্যালয় প্রাঙ্গণে এনে তাঁর প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি জানান, যশোর সম্মিলনী ইন্সটিটিউশন প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও ছাত্রবৃন্দ।
এই সময় স্যারের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন ছাত্র পরিষদ, এসএস সি ব্যাচ -১৯৭৬, ৭৮, ৮১, ৮২, ৮৭, ৮৮, ৯১, ৯২, ৯৫ ও ২০০০ এর পক্ষ থেকে। এই সময় শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম ও প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার। উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম, দুলাল স্যারের ছাত্র মুক্তিযোদ্ধা অ্যাড. অশোক কুমার রায়, হারুণ অর রশীদ, মুস্তাক হোসেন শিম্বা, অ্যাড. মাহমুদ হাসান বুলু, দীপংকর দাস রতন, অসীম কুমার কুন্ডু, চুন্নু সিদ্দিকী, ডিএম শাহিদুজ্জামান, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, রাসেদ আব্বাস রাজ, মফিজুর রহমান হিমু, সানোয়ার আলম খান দুলু, যোগেশ দত্ত, চঞ্চল সরকার প্রমুখ।
উল্লেখ্য, দাস দুলাল হরি ১৯৬৭ সালের ১ এপ্রিল যশোর সম্মিলনী ইন্সটিটিউশনে যোগদান করেন। সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিনি ২০০৩
সালের ৩১ আগস্ট অবসর নেন। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।