রংপুরের পীরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার চাল বিতরনে অনিয়মের অভিযোগে চৈত্রকোল ইউনিয়নের খালিশা বাসুদেবপুরস্থ কেন্দ্র ডিলারের গুদামঘর সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভেন্ডাবাড়ী খাদ্য গুদাম কর্মকর্তা-জাহাঙ্গীর আলম এ সিলগালা করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সুবিধাভোগীরা জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০১৯ ইং সনের এপ্রিল মাসের ৫৪৯ জন সুবিধাভোগীর মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ১৬ হাজার ৪৭০ কেজি চাল বরাদ্দ দেয়া হলে সংশ্লিষ্ট ডিলার ওই ইউনিয়নের খাসতালুক গ্রামের আবদুল বারী মন্ডলের পুত্র নওয়াব আলী স্থানীয় ভেন্ডাবাড়ি খাদ্যগুদাম থেকে তা গত ১৬ এপ্রিল উত্তোলনের পর বরাদ্দের সিংহভাগ কালোবাজারে বিক্রি করেন। গত ১৭ এপ্রিল বুধবার নামমাত্র সুবিধাভোগীদের মাঝে চাল বিতরনের পর ডিলার সুবিধাভোগীদেরকে চাল দেয়ার কথা বলে গা-ঢাকা দেয়। গতকাল সোমবার ২ শতাধিক সুবিধাভোগী কার্ডধারী ওই কেন্দ্রে এসে চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে ভেন্ডাবাড়ী খাদ্য গুদাম কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরো জটিল রুপ নয়। ফলে ওই খাদ্য গুদাম কর্মকর্তা বিষয়টি সম্পর্কে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সায়েদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনকে তাৎক্ষনিক অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন ওই ডিলারের গুদামঘর সিলগালা ও ভুক্তভোগীদের নামে বরাদ্দকৃত কার্ডগুলো জব্দের নির্দেশ দেন। ওই কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গুদামঘর সিলগালার পর চাল নিতে আসা উপস্থিত ৯৫টি কার্ড জব্দ করেন। চৈত্রকোল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ বলেন-ওই কেন্দ্রটিতে চাল বিতরন ব্যবস্থা ভাল নয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সায়েদুর রহমান বলেছেন- কেন্দ্রটিতে চাল বিতরনে অনিয়ম হয়েছে মর্মে আগেও অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান-ডিলারের গুদামঘর সিল করা হয়েছে। আজ মঙ্গলবার তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।