খুলনার পাইকগাছায় সারা দেশের ন্যায় ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ, আটককৃত ও পালাতক আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাবুরাম মন্ডল, কোষাধ্যক্ষ পিযুষ সাধু, কমিটিভুক্ত স্নেহেন্দু বিকাশ, বি সরকার, মৃত্যুঞ্জয় সরকার, জগদীশ রায়, দীপক মন্ডল, মনোজিত মন্ডল, যুবলীগ নেতা এমএ আজিজুল হাকিম, জাকির হোসেন, কেডি বাবু, আ. গফফার, চম্পক সাধু, দ্বীজেন মন্ডল, আসুতোষ সানা, গোলক মন্ডল, তিরুনাথ বাছাড়, শিরিষ রায়, আলোকেশ ঢালী, রামপ্রসাদ সানা ও প্রদীপ মন্ডল প্রমুখ।