নোয়াখালীর সেনবাগে এবার ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৫)কে জোরপূর্বক তুলে নিয়ে ৩ দিন আটকিয়ে ধর্ষণের অভিযোগে ধর্ষক অটোচালক আবদুর রহমান প্রকাশ ছোটন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে এবং স্থানীয়দের সহযোগীতা ওই স্কুল ছাত্রীকে সোমবার গভীর রাতে উদ্ধার করেছে সেনবাগ থানার এসআই জসিম উদ্দিন।এঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে নাবালিকা মেয়েকে অপহরণ করে আটকিয়ে রেখে ধর্ষনের অভিযোগে এনে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ ধর্ষিত স্কুলছাত্রীর ডাক্তারির জন্য তাকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে এবং অভিযুক্ত ছোটনকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত আবদুর রহমান প্রকাশ ছোটন উপজেলা ২নং কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের বারিক হাজারী বাড়ীর মৃত, আবদুস ছাত্তারের পুত্র।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি জুনিয়র স্কুল থেকে ৪ দিন আগে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে লম্পট ছোটন জোর করে একটি গাড়ীতে করে তুলে খুলনার বাগেরহাট সুগন্ধি ফকির বাড়ীর আসামীর ভগ্নিপতির বাড়ীতে তাকে আটকিয়ে রেখেছে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েকে উদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেনবাগ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর সেনবাগ থানার এসআই জসিম উদ্দিন বিভিন্ন কৌশল অবলম্বন করে ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সোমবার দুপুরে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গনমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড ও মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালীতে প্রেরণে করা হয়েছে এবং ধর্ষককে বিচারিক আদোলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।