বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, উন্নত জাঁতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই উন্নত দেশ গঠনে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদেরও তার সন্তানদের প্রতি শিক্ষার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।
রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে দেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে গুরুত্ব দিয়েছে, অন্য কোন সরকার সে ধরণের কোন ভূমিকা রাখেনি। তাই শিক্ষার ব্যাপারে বর্তমান সরকার যেমন আন্তরিক তেমনি, শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিক হতে হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহসান আছনুর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশত্ববোধক গান পরিবেশন করেন।