মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের অসহায় পরিবারের দিকে তাকিয়ে চাকরি স্থায়ীকরনের দাবীতে নগরীসহ জেলার উজিরপুর ও গৌরনদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি ইমরান হোসেন রিয়াজ। একই সময় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড ও উজিরপুর উপজেলা চত্বরে অনুরূপ মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান এবং উজিরপুর উপজেলার সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা।