নারীর প্রতি সহিংসতা রোধ, ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মন্ডল, গাজীপুরের সেলিমা গোমেজের হত্যাকারীদের এবং বরিশালের কাকন রানীর ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সব সহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মানিক মূখার্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মহানগর সভাপতি নারায়ণ চন্দ্র দে নাড়ু, সহসভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সম্পাদক জয়ন্ত কুমার দাশ, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার, ছাত্র যুব ঐক্যের সহসভাপতি অসিত দাস প্রমুখ। বক্তারা বলেন, হত্যা ও ধর্ষণের মতো জঘণ্য অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।