ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সুমন (২২) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।
নিহত সুমন হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউল নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার সকাল ১১টায় দিকে সীমান্তের ৩৫৭ নং পিলার থেকে ৩০০ মিটার ভিতরে বাংলাদেশের ভ’-খন্ডের দনগাঁও বেরিবাদ সংলগ্ন আসাদুজ্জামানের বাঁশঝাড় থেকে সুমনের লাশ উদ্ধার করেছে হরিপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, আনুমানিক সোমবার ভোর পৌনে ৫টার দিকে ১২/১৪ জন বাংলাদেশি গরু আনার জন্য হরিপুর সীমান্তের ৩৫৭ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে ভারতীয় বসতপুর ক্যাম্পের জোয়ানরা গুলি ছুঁড়ে। এ সময় সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে স্থানীয় সূত্রে জানায় আরো মাসুদ রানা (২০) নামে আরোএক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।
ঘটনাটি ঘটে সোমবার ভোর আনুমানিক পৌনে ৫টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অন্তর্ভূক্ত হরিপুর সীমান্তের ৩৫৭ নং পিলার এলাকায়।
হরিপুর থানার ওসি তদন্ত আবদুস সবুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান সুমনের লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।