কয়রায় সিএসআরএল প্রকল্পের সহযোগিতায় উপজেলা জলবায়ু পরিষদের সমন্বয় সভা গতকাল সোমবার বেলা ১১ টায় সিএসআরএলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. আলহাজ¦ কেরামত আলীর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সদস্য এ্যাড. আনিছুর রহমান, সাংবাদিক রিয়াছাদ আলী, প্রভাষক আশুতোষ রায়, বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক মেজবাহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য রাকিবুল হাসান পলাশ, শেখ সোহরাব হোসেন, সাকিনা কবির, সিএসআরএল প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা নিরাপদ মুন্ডা, স্বেচ্ছাসেবক সদস্য কমলেশ মন্ডল, মিলন মুন্ডা, টিংকু, সাথী আক্তার প্রমুখ। সভায় ২০১৯ সালের জলবায়ু মেলা, ২৫ মে আইলা দিবস পালন, বেড়িবাধ রক্ষায় করনীয় বিষয়ের পাশাপাশি সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।