নিয়ামতপুরের তিনটি গ্রামের মানুষের মধ্যে ক্যান্সার আতঙ্ক বিরাজ করছে। গত তিন মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই গ্রামগুলোতে মারা গেছেন অন্তত ১২ জন নারী পুরুষ। গ্রামগুলো হলো উপজেলার রসুলপুর ইউনিয়নের কাছারি দামপুরা, টগরইল ও ডাহুকা। এছাড়াও ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন আরো কয়েকজন। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের এমন খবর রাখেন না কেউ।
শনিবার সরেজমিনে ওই গ্রামগুলোতে গিয়ে জানা যায়, ১২ এপ্রিল দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে মারা যান টগরইল গ্রামের মৃত জামালের কন্যা পারুল (৩০)। এর দু’দিন আগে মৃত্যু বরণ করেন দামপুরা গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষিকা রেবিনা খাতুন (৬৪)।
এভাবে পর্যায়ক্রমে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, কাছারি দামপুরা গ্রামের রুহীমুন্নেসা (৬৬), আশরাফুল (৬০), ডাহুকা গ্রামের নজরুল ইসলাম (৫৫), জামাল (৬০), রাব্বানী (৬০), জ্যোতি (২০), টগরইল গ্রামের আবদুর রশীদ (৬৫), মতিলাল (৪৫), ধীরেন মাহাতো (৪৬), আবদুস সাত্তার (৬৫), ও রাজ্জাক (৩৮)।
ক্যান্সারে আক্রান্ত হয়ে এসকল মৃতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, সবারই ক্যান্সার ধরা পড়ে শেষের দিকে। তাই তারা চিকিৎসা নেয়ার কোন সময় পাননি। অল্প দিনের ব্যবধানে এই ক্যান্সার আক্রান্ত রুগীরা প্রচন্ড যন্ত্রনা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দামপুরা গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া রেবিনা খাতুনের স্বামী মতিউল ইসলাম এ প্রতিবেদকে জানান, “ প্রায় আট মাস আগে পেটের সামান্য ব্যাথা নিয়ে তার স্ত্রীকে নিয়ে যান রাজশাহী। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আজিজুল হককে দেখান হয়। রুগীর আলট্রাসনোসহ বিভিন্ন ডায়াগনসিস্ট শেষে পেটের গ্যাস জনিত করনে এমন ব্যাথা বলে চিকিৎসাপত্র দেন ডাঃ আজিজুল হক। কিন্তু রুগীর ব্যাথার উপশম না হওয়ায় এর প্রায় দু’মাস পর আবারো যান তার নিকট। আবারো আলট্রাসনোসহ বিভিন্ন পরীক্ষা শেষে চিকিৎসাপত্র দেন তিনি। এরপরও রুগীর কোন উন্নতি দেখতে না পেয়ে জানুয়ারীর মাঝামাঝিতে ডাক্তার পরিবর্তন করে ডাঃ রাখী দেবীকে দেখানে হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা শেষে বড় টিউমার ও ক্যান্সারের আভাস দেন এবং অনকোলোজিষ্টের সরনাপন্ন হতে বলেন। পরে ঢাকার ডেলটা হাসপাতালে ভর্তি করান তাকে। সেখানে এফএনএসি ও বায়োপসি রিপোর্টে তার ক্যান্সার ধরা পড়ে যা তখন প্রায় লাস্ট স্টেজ বলেন চিকিৎসকরা। এরপরও সেখানে তার অপারেশন করেন ডাক্তাররা। এরপর রুগীর অবস্থা দ্রুত অবনতি হতে থাকলে এপ্রিলে রুগীকে কলকাতার টাটা ক্যন্সার সেন্টারে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তার সহধর্মিনী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার অভিযোগ, দেশে ডাক্তারের উদাসীনতা ও ডায়গনসিস্টে টিউমার ধরা না পড়ার কারনেই তার স্ত্রীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে।”
সম্প্রতি তিন গ্রামে ক্যান্সারের বিস্তারের ঘটনায় মুঠোফোনে নিয়ামতপুর স্বাস্থ্যকেন্দ্রের টিএইচএ ডাঃ নূরে আলম দ্বীনের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যান্সার আক্রান্তে মৃতের সংখ্যা শুনে চমকে উঠেন এবং জানান এমন সংবাদ তার নিকট ছিলনা। তিনি দু’একদিনের মধ্যে ওই গ্রামগুলো পরিদর্শন করবেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।