
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত কে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অব্যহত রয়েছে। সোমবার সকালে শহরের জিরো পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন করে জেলা পূজা উৎযাপন পরিষদ।
জেলা পূজা উৎযাপান পরিষদের সভাপতি রাজিব খগেস দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিমল চন্দ্র শীল, হরিা লালা চক্রবর্তি, শান্তি রঞ্জন চৌধুরী, সমর কুমার দেবনাথ প্রমুখ।
বক্তরা এ সময় নুসরাত হত্যাকারীর পরিকল্পনাকারী খুনি সিরাজ উদ্যোলাসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে।
মানববন্ধনে সংগঠনের ফেনী জেলা শাখ, পৌর শাখা, সদর উপজেলা শাখাসহ জেলার ৬ উপজেলা শাখা অংশগ্রহণ করে।