বাগেরহাটের শরণখোলায় নদী শাসন করে ভেড়ীবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বগী-সাতঘর এলাকায় ভাঙ্গন কবলিত বাধের উপর দাড়িয়ে মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, নদী শাসন অন্তর্ভুক্তকরণ দাবি আদায় কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম আকন, সমন্বয়ক মোঃ রিয়াদুল হোসেন পঞ্চায়েত, আঃ রাজ্জাক, মোফিজ খান, আব্দুস সাত্তার হাওলাদার, পান্না মিয়া. সাকাওয়াত হাওলাদার, সোলায়মান, দেলোয়ার বয়াতী, জামাল চকিদার, জলিল খলিফা প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডারের বগী, দক্ষিণ সাউথখালী অংশের ভেড়ীবাঁধ নির্মানে নদী শাসন কার্যক্রম অন্তর্ভুক্ত করতে হবে। নদী শাসন না করে ভেড়ীবাঁধ নির্মান করলে কখনওই টিকবে না। আবার ভাঙ্গবে আবার মানুষ মরবে, জমি-জমা ও ঘরবাড়ি হারাবে। যতদ্রুত সম্ভব বাঁধ নির্মানের আগে নদী শাসন করে বাঁধ নির্মান করতে হবে।