নোয়াখালীর সেনবাগে নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের মানবিকায় বাবুল মিয়া নামে এক প্রতিবন্ধী পিতা পাচ্ছেন কৃষি খাস জমি ও তার মেধাবী সন্তান মামুন সহ অন্য ছেলে মেয়দের লেখা পড়ার খরছ চালাতে পেয়েছেন নগদ অর্থ। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং চাষাবাদেও জন্য পাচ্ছেন ৭শতাংশ সরকারি খাসজমিন।
জানাগেছে, সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের আবদুল গোরফানের ছেলে বাবুল (৪০) জন্মগত প্রতিবন্ধি । তার ৫ ছেলে ও দুই মেয়ে লেখা পড়া করে হাইস্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে।
এরমধ্যে এক ছেলে এবছর ৫ শ্রেনী (এবতেদায়ী) ট্যালেণ্টপুলে বৃত্তি নিয়ে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে ছাতারপাইয়া কারামতিয়া দাখিল মাদরাসায়, বড় মেয়ে ৭ম শ্রেণীতে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ে ,বড় ছেলে ৫ম শ্রেণীতে ,সেজ মেয়ে ৪র্থ ও ছোট ছেলে প্রথম শ্রেণীতে লেখাপড়া করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে।
মেধাবী ছাত্র মামুনের পিতা প্রতিবন্ধি হয়েও ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। বাবুল মিয়া মুখ খুলে কারো নিটক থেকে কখনো ভিক্ষা চাননা। কেউ নিজ ইচ্ছায় টাকা পয়সা দিলে সেই টাকা দিয়ে চলে ৯ জনের সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরছ। পৈত্রিক সুত্রে পাওয়া এক শতক জায়গার ওপর নির্মিত একটি ঝুবড়ি ঘরে বসবাস করে কখনো কখনো উপবাস থাকতো হয় তাদের।
গত ১৮ই এপ্রিল ছাতারপাইয়া কারামতিয়া দাখিল মাদারাসার একটি অনুষ্ঠান চলাকালে বাবুলের ছেলে মোহাম্মদ মামুন নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের হাত থেকে মেধা বৃত্তির পুরষ্কার গ্রহণকালে মামুন ও তার প্রতিবন্ধি পিতা বাবুল মিয়ার নিকট দৃষ্টি পড়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের।
এরপর তৎক্ষনিক নির্বাহী অফিসার মিনজুর রহমান মেধাবী সন্তানের পিতা বাবুলকে সরকারি কৃষি খাস জমি বন্দবস্তের নির্দেশ দেন, এবং ছেলে মেয়েদের পড়া-লেখায় সাহায্য ঘোষনা দেন।
যে ঘোষনা সে কাজ এরপর রোববার (২১ এপ্রিল) সকাল ১১টায় দিকে ছাতারপাইয়া কারামতিয়া মাদরাসা অফিস কক্ষে মাদরাসার সুপার নুরুল ইসলাম ও ইউনিয়ন ভুমি সহকারী ফয়েজ উল্লাহ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা মেধাবী শিক্ষার্থী মামুন ও তার ভাই বোনদের লেখা পড়ার জন্য (১০,০০০) দশ হাজার টাকা বাবুল ও তার ছেলে মোহাম্মদ মামুনের হাতে তুলে দেন।নিবার্হী অফিসার মিনহাজুর রহমান জানান, সকলে মিলে সহযোগীতা করলে মেধাবী শিক্ষার্থী মামুন ও ভাইবোন এবং প্রতিবন্ধি বাবুল মিয়া ভিক্ষা ভিত্তি না করে কর্মির হাতে রুপান্ত হতে পারে। তাই সকলে মিলে তাদরে সাহার্যে এগিয়ে আসা উচিত।