কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী মোড়ে এবং কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখোড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর এলাকার গেদা ম-লের ছেলে ভ্যানচালক সাবুল ম-ল (৪৫) ও একই উপজেলার রানাখোড়িয়া এলাকার পথচারী রমজান মোল্লা (৬৫)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর জয়নুল আবেদিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহিনী এলাকায় একটি দ্রুতগতির ট্রাক একটি পাখি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাবুল ম-ল নামে ভ্যানচালক নিহ হয়। এ সময় ভ্যানের দুই আরোহী সাব্দার মুন্সি ও আসহাব প্রামাণিক আহত হন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাকটিকে এখনও শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখোড়িয়া এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রমজান মোল্লা। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।