বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় নানা আয়োজনের মধ্যে দিয়ে শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া শেষ হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য আজিজুল রহমান বাবুল ফকির পরিচালনায়,উপস্থিত ছিলেন নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,ইউপি চেয়ারম্যান নুরেআলম বেপারী,ইউনিয়ন আ.লীগের সাধারন সস্পাদক মাসুম মৃধা,শিক্ষক নুরুজ্জামান পুলু। ২২টি ইভেন্টে শিক্ষাথীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরনী অনুষ্ঠান পূর্বে ওই বিদ্যালয় সীমানা প্রচীর নির্মান ও অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।