যশোরের কেশবপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী তোহিদুল ইসলাম(৩৬)কে আটক করেছে পুলিশ। কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান,২০১৮ সালের ৫ জুলাই উপজেলার কাশিমপুর গ্রামের আনোয়ার মোড়লের ছেলে তোহিদুল ইসলাম তার স্ত্রী রুনা খাতুনকে (২৪) যৌতুকের দাবিতে মারপিট করে বাড়ির ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁম লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে লাশ পাঠায়।
১৭ এপ্রিল বুধবার লাশের ভিসেরা রিপোর্ট থানায় আসায় পর্যালোচনা করে দেখে এবং সিআইডি মহাখালি ঢাকার ভিসেরা রিপোর্ট মতামত করেন রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুনা খাতুনের ভাই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আমজাদ জোয়ার্দ্দারের ছেলে আরমান আলী বাদি হয়ে কেশবপুর থানায় তোহিদুল ইসলামসহ আরও বয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন যার নম্বর -০৮,তারিখ ১৭/০৪/২০১৯। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই মেহেদী হাসান এদিন রাতে স্বামী তোহিদুলকে আটক করে। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।