শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় গ্রামে কয়েক মাস ধরে চলা জমজমাট জুয়ার অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল। জুয়া বন্ধে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী সূত্রে, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুরসহ বিভিন্ন জায়গা হতে প্রাইভেটকার, মোটরসাইকের যোগে এসে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের কলসপাড় বাজারের পূর্ব দিকে একটি বাশেঁর ঝাড়ের নিচে বসতো জমজমাট জুয়ার আসর। বিষয়য়টি নিয়ে এলাকাবাসীর ক্ষোভ থাকলেও তা দমন করা কঠিন হয়ে পড়ে। গত ৮ এপ্রিল উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি উপস্থাপিত হয় এবং এনিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন জুয়া বন্ধে পদক্ষেপ গ্রহন করে এবং জুয়া বন্ধ হয়।