দাকোপের পানখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড খোনা জাইকা ব্রিজ মোড়ে একটি বসতবাড়ী আগুনে পুড়ে অর্ধ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভূক্তভোগী পরিবারের সাথে কথা বলে ও ঘটনাস্থল ঘুরে জানা যায়, গতকাল শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উপজেলার পানখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড খোনা জাইকা ব্রিজ মোড়ে মোসলেম উদ্দিন সরদারের পুত্র দিনমজুর মোঃ হাসান সরদারের টিনের বেড়া ও গোলের ছাওনি দিয়ে তৈরী বসত বাড়ীতে আগুন লেগে যায়। এ সময় বাড়ীতে কেউ ছিলনা। আগুন জ¦লতে দেখে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি দিয়ে নিভানোর চেষ্টা করে। কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে বসত বাড়ীর প্রায় সবটুকু পুড়ে ভস্মিভ’ত হয়। বাড়ীতে থাকা আসবাবপত্র, হাড়ি পাতিল, খাট ও আলমারি আগুনে পুড়ে আনুমানিক অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবী করেছে। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে রান্নার চুলা অথবা বিদ্যুৎ সংযোগ থেকে হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এমন দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরির্শন করেন খুলনা জেলা পরিষদের সদস্য কে, এম কবির হোসেন, ইউপি সদস্য শাহাবুদ্দিন মোল্ল্যা ও মহিলা ইউপি সদস্য দীপ্তি বাওয়ালী প্রমুখ।