চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল এলাকার ভাঙ্গাব্রিজ নামক স্থানে শুক্রবার রাত ১১ টার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল সড়কে ব্যরিকেড দিয়ে ৩টি গাড়ি থেকে মোবাইল ফোন সেট ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মারপিটে ২ জন আহত হয়েছেন। তবে পুলিশ বলছে,ডাকাতির চেষ্টা করা হয়েছে। বড় ধরণের কোন ঘটনা ঘটেিেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই ডাকাতরা পালিয়ে যায়। ভুক্তভোগীরা জানান,শুক্রবার রাত ১১টার দিকে একদল ডাকাত চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল ভাঙ্গা ব্রিজে ব্যরিকেড দিয়ে একটি ট্রাক,একটি মাইক্রোবাস ও একটি অটোভ্যানকে থামিয়ে অস্ত্রের মুখে এলোপাতাড়ি মারপিট করে টাকা পয়সা ও মোবাইল ফোন সোট কেড়ে নেয়। তারা একটি ট্রাক ভাঙচুর করে। ডাকাতদল ৬টি মোবাইল ফোনসেট ও নগদ ৩৬ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। ডাকাতদের মারপিটে আহত হন,উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আক্কাস শেখের ছেলে নূর মোহাম্মদ শেখ (২৮) ও টিবাপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে ফেরদৌস আলী (৩০)। আহতরা হান্ডিয়াল বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু কাউকে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান,ডাকাতির চেষ্টা করা হয়েছে। বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। ডাকাতদল মোবাইল ফোনসেট ও টাকা লুট করেছে মর্মে তিনি নিশ্চিত করেছেন। চাটমোহর-মান্নাননগর জনবহুল সড়কে ডাকাতির ঘটনায় যানবাহন চালক ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।