বসুন্ধরা কিংস পুলিশ সুপার কাপ কাবাডি’র হোম এ- আ্যওয়ে প্রথম পর্বের খেলায় ২৩ পয়েন্টের ব্যবধানে ডিমলা থানা দলকে পরাজিত করে কিশোরগঞ্জ থানা কাবাডিদল জয়ী হয়েছেন। শুক্রবার বিকেলে স্টেডিয়াম মাঠের হোম গ্রাউন্ডে কিশোরগঞ্জ থানা কাবাডি দল নির্ধারিত সময়ে জয় সূচক ৪৩ পয়েন্ট অর্জন করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন, বসুন্ধরা কিংস’র সেক্রেটারী মিনহাজুল ইসলাম, চট্রগ্রাম আবাহানি ক্লাবের সভাপতি শাকিল আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট ও কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত মফিজুল হক প্রমূখ। এর আগে বিকেল তিনটায় নীলফামারী থানা কাবাডি দল ৫৩-২৮ পয়েন্টে কিশোরগঞ্জ থানা কাবাডি দলকে পরাজিত করেন।