ভূমি কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় জাল/ভূয়া দলিল সৃষ্টি ও নাম পত্তনের মাধ্যমে সরকারী সম্পত্তির অবৈধ মালিকানা দাবী/দখলের অভিযোগ পাওয়া গেছে। সীমাহীন অনিয়ম দূর্নীতির মাধ্যমে উপজেলাধীন কামার গ্রামের ০.৫৯ একর ভূমি আত্মসাতের ঘটনায় প্রতিকারের দাবীতে ক্ষুব্দ এলকাবাসীর পক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন জনৈক পুলেন্দু মন্ডল।
জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তর বরাবরে লিখিত ও তথ্যানুসন্ধানীতে প্রকাশ, ৫৪ নং কামারগ্রাম মৌজার এস.এ. ৫৮৯ ও ৭০৩ নং খতিয়ানে ৩৩৬, ৩০২ এবং ৩০০ নং দাগে রেকর্ডীয় মালিক সুকুমার পাইক ও রমনী পাইক গং এর জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে অর্পিত সম্পত্তি (খ) তফসিলে যায়। ওই মালিক গং ভারতে যাওয়ার পর বিগত প্রায় ৬০ বছরেও আর ফিরে আসেননি। এদিকে কতিপয় অসাধু ও ভূমি দস্যু ওই জমি আত্বসাতের জন্য বিভিন্ন প্রকার অপকৌশল খোজেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আটজুড়ী ইউনিয়ন ভূমি অফিসে ইউঃ ভূমি সহকারী কর্মকর্তা (ভারঃ) মোঃ নুরুল ইসলাম যোগদান করেন। অল্প কিছুদিনের মধ্যে ওই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলে অসাধু চক্রটি। ওই কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সহযোগীতায় সুরেন্দ্রনাথ মন্ডল ও বরদাকান্ত মন্ডলের নামে অর্পিত ওই সম্পত্তির একটি জাল/ভূয়া দলিল তৈরী করা হয়। যার নং-১৬২৬, তাং-২২/০২/১৯৬৩ ইং, ভলিয়ম নং-৩৩, দাতা-সুকুমার পাইক গং। ওই দলিল মূলে ১৯৫০ ধারায় ১২৭/১৫-১৬ ও ১৩০/১৫-১৬ নং-নামপত্তনের কেস করা হয়। সে মোতাবেক (প্রভাবিত) ইউঃ ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম তদন্তের নামে সরকারী ওই সম্পত্তি জাল দলিল গ্রহিতাদের অনুকুলে নামপত্তনের প্রস্তাব করেন এবং প্রত্যক্ষ সহযোগীতায় রেকর্ড দেন। যেহেতু দীর্ঘ ৬০ বছরেও রেকর্ডীয় মূল মালিক গং ভারত থেকে আর বাংলাদেশে আসেন নি, সেহেতু বিষয়টি জানারপর স্থানীয়রা হতবাক হণ, এই ভেবে যে, এতোবড় অসত্য কিভাবে সম্ভব ? পরবর্তীতে উল্লিখিত নম্বরের দলিল তুলে দেখা যায় দাতা ও গ্রহিতা এবং মৌজা কোনটিরই মিল নাই। সেকারণে এর যথাযথ প্রতিকারের দাবীতে লিখিত অভিযোগ করেন পুলেন্দু মন্ডল। কয়েক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এহেন ঘটনার যথাযথ প্রতিকারের দাবীতে সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেছেন।
অপকৌশলের মাধ্যমে মিউটেশন (নামপত্তন) প্রাপ্ত হরবিলাশ মন্ডলের ছেলে অমল মন্ডল ও বরদা কান্ত মল্লিকের ছেলে অনিল মল্লিক (ছেলু) বলেন-তাদের ক্রয় করা সম্পত্তি রেকর্ড করেছেন, ভূমি অফিসের নায়েব তাদের কোন হয়রানী না করে কাজ করে দিয়েছেন, এমনকি তিনি তদন্তেও আসেননি, কেবল তার পিওন একদি তাদের বাড়ীতে আসছিলেন। ওই নম্বরের দলিলের দাতা- গ্রহিতা এবং তফশীল পরিচয় কোনটিরই মিল না থাকার বিষয়ে তারা বলেন, ওই দলিল তারা ঘরে পেয়েছে, আর দলিল সঠিক না হলে নায়েব স্যার রেকর্ড দিতেন না। কারণ স্যার খুব ভালো মানুষ। আমরা স্যারের কথার বাইরে কিছু করিনাই।
ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম তার বর্তমান কর্মস্থল মোল্লাহাটের উদয়পুর ইউনিয়ন ভূমি অফিস থেকে এ প্রতিবেদককে জানান-ইতি মধ্যে রেভিনিউ স্যার (অতিঃ জেলা প্রশাসক রাজস্ব) ফোন করে ওই রেকর্ড বাতিল করতে বলেছেন। নিজের অপরাধ আড়াল করতে তিনি আরো বলেন-পিওন তার সামনে ফাইল ধরেছে তাই তিনি না দেখেই স্বাক্ষর করে দেন। তা ছাড়া অর্পিত সম্পত্তি যদি কেউ চায় তবে, তাকে দেওয়ার সরকারী আদেশ আছে।