মেহেরপুরের গাংনীতে গলায় বিষ্কুট বেঁধে মিতা মন্ডল (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নিত্যানন্দনপুর গ্রামে ঘটনা ঘটে। মিতা মন্ডল সে ঐ গ্রামের প্রভাষক মিলন মন্ডলের মেয়ে। স্থানীয় যুবক নান্টু সরকার জানান, শিশু মিতা দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বিষ্কুট খাচ্ছিল। ওই বিষ্কুট তার গলায় বেঁধে গেলে অসুস্থ হয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।