সিরাজদিখানে সেতু মন্ডল (১৪) নামে এক স্কুল ছাত্রী ধর্ষণের অপমান সইতে না পেরে আতœহত্যা করেছে বলে জানাগেছে। সে পাশর্^বর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর কবি নজরুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিল। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, গ্রামবাসীসহ সকল শ্রেণির মানুষ উপজেলার তুলশীখালী বাজার এলাকায় ধর্ষকের ফাসির দাবীতে মানববন্ধন করেছেন।
এছাড়া বিকাল ৩টায় মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ- খ্রীস্ট্রান ঐক্য পরিষদের আয়োজনে ঢাকা-মাওয়া সড়কের সিরাজদিখান উপজেলার নিমতলায় মানববন্ধন করেছেন। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাাহার সেতু মন্ডলের মা ও তার পরিবারের সাথে দেখা করে শান্তনা দেন এবং সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শাসসুল হুদা বাবুল ও সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন।
উল্লেখ্য, গত ০৯ এপ্রিল স্কুলে যাওয়ার পথে অপহরণ হয় সেতু মন্ডল, ১১ এপ্রিল ঢাকার কেরাণীগঞ্জ গোলাম বাজার এলাকা থেকে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। গত বুধবার ১৭ এপ্রিল তার চেতন ফিরলে সকাল ৯টায় গলায় ওড়না পেঁিচয়ে ঘরের আড়াঁর সাথে ঝুলে আত্মহত্যা করে সে। রাতে তার মা রেখা মন্ডল বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি মামলা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার সোহেল (২৪) নামের এক যুবককে সিরাজদিখান থানা পুলিশ আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন।
সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান সেতুর মায়ের অভিযোগে ৩ জনের নাম রয়েছে এর মধ্যে ২ জনকে আটক করে আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে। অপহরণের পর ধর্ষণ এমন কথা তার মাকে সে মৃত্যুর আগে বলেছিল। তদন্ত চলছে ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তাদের রিমান্ড চাওয়া হয়েছে, আনা হলে আরো তথ্য পাওয়া যাবে বলে মনে করছি।