বরিশালের আগৈলঝাড়ায় সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৬জন কৃতী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্টের উদ্যোগে শনিবার সকালে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ওই বিদ্যালয়ের ২০১৮সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ন মেধাবী ১৬জন কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস, সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্ট এর সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশগুপ্ত আসীম কুমার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ঢাকা হাইকোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, স্থানীয় শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।