কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়নের দোয়ারহাটি গ্রামের শাহাবুদ্দির ছেলে সুহেল মিয়া (২৫) গত শুক্রবার রাতে নিজ ঘরে গামছা পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। কিন্তু নিকলী থানার পুলিশ অপমৃত্যু মামলা নিলেও রহস্যজনক কারণে ময়না তদন্ত বিহীন ঐ লাশটিকে কিভাবে দাফন করার অনুমতি দিয়েছে এই নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে। অন্যদিকে টিকলহাটি গ্রামে গত শুক্রবার রাত ৮ টার দিকে জমসেদ আলীর সঙ্গে হুমায়ূন মিয়ার লোকজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জমসেদ আলী হুমায়ূন মিয়াকে মাথায় আঘাত করলে মারাত্মক জখম হয়ে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তখন, মুসলিম মিয়া (৩০) গুরুতর আহত হুমায়ূনকে ঐ হাসপাতালে ভর্তি করে আসার পথে হার্ড ষ্ট্রোক করে মোসলিম মিয়া মৃত্যুকোলে ঢলে পড়েন।