পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামিম বলেছেন, আমাদের চিকিৎসক ও সেবিকার একটু আন্তরিকভাবে সেবা দিলে দেশে চিকিৎসক সংকট রয়েছে বলে মনে হবেনা। বরিশালে একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণের পাশাপাশি বরিশাল সদর হাসপাতালকে দৃষ্টি নন্দন হাসপাতালে পরিনত করা হবে।
শনিবার বেলা ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বরিশাল শহরে কোন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের স্থান হবেনা। আগামি ছয় মাসের মধ্যে বরিশাল সদর উপজেলার গ্রামগুলোকে শহরে রূপান্তরিত করা হবে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ও জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আবদুর রহিম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব প্রমুখ।