বাগেরহাটের রামপালে দশ বছর বয়সী এক মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনার মামলায় মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার ফয়লাহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে শুক্রবার দুপরে একই ঘটনায় ধর্ষণে অপরাধে অভিযুক্ত ফেরদৌস শেখ (১৮) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, মাদরাসায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে ৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আমরা প্রধান আসামি মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ (১৮) এবং মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে আটক করেছি। তাদেরকে আদালতে সোপর্দে প্রস্তুতি চলছে। অন্য আসামীদেরও আটকের চেষ্টা চলছে।
ফকিরহাটে নানা বাড়িতে থেকে রামপাল উপজেলার একটি মাদরাসার ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করছিল নির্যাতিতা শিশুটি। মাদরাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সাথে মেয়েটির পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ১১ এপ্রিল রাতে মুদি দোকানি ফেরদৌস সুকৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।