নীলফামারীর ডিমলায় নুসরাত হত্যা কারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন।
শনিবার সকালে উপজেলার জটুয়াখাতা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সোনাগাজী ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানব বন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম, ১০ম শ্রেনীর ছাত্র মেহেদি হাসান শান্ত, স্বরনি বর্নি, সাংবাদিক আবদুল করিম যাদু, কামরুজ্জামান মৃধা, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা একাব্বর আলী প্রমুখ।