নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একলাশপুর ইউপির অনন্তপুরে প্ল্যানবহির্ভূত ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সরকার সাভারের রানা প্লাজা ধ্বসের পর থেকে ভবন নির্মাণে আগের চেয়ে কঠোর আইনি ব্যবস্থা রাখলেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী মহল। অনন্তপুর গ্রামে প্ল্যানবহির্ভূত ভবন (মোস্তফা প্লাজা) নির্মাণ করে আলোচনা, সমালোচনায় রয়েছেন আবদুর রহিম। তিনি ঐ এলাকার মৃত মোস্তফা মিয়ার পুত্র। অভিযুক্ত রহিম বিগত ২০১৮ সালের প্রথম দিকে ৪ তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করার জন্য প্ল্যানের অনুমতি নেয়। উল্লিখিত প্ল্যানে ৬৪টি প্রিকাস্ট ফাইলিং এর উপরে ১৬টি কলামের মাধ্যমে ৪ তলা বিল্ডিং নির্মাণের নির্দেশনা রয়েছে। অথচ বাঁশ ও কিছু গাব গাছের খুঁটি দিয়ে ফাইলিং এর কাজ শেষ করে যা সম্পূর্ণ বেআইনী এবং অনুমোদিত প্ল্যান বহির্ভূত কাজ করা হয়। ওই বিল্ডিং এর প্ল্যানে নিচতলায় ১৬ ফুট থাকলেও জোরপূর্বক অন্যের জায়গা দখল করে ১৮ ফুট ১ ইঞ্চি নিচতলার কাজ করা হয়। ২য় তলা থেকে ১৬ ফুটের স্থলে ২২ ফুট প্রস্থ দিয়ে নির্মাণ কাজ করা হয়। ভবনটি নির্মাণে সরকারের বিল্ডিং কোড মোটেও অনুসরণ করা হয়নি। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশের ছাড়পত্র ব্যতিত এই ভবনটি নির্মান করা হয় বলে অনেকেই জানায়। বিল্ডিং এ বসবাসরত বাসিন্দাসহ আশপাশের জনসাধারণের মাঝে চরম আতঙ্ক রয়েছে। প্ল্যানবহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় আবদুর রহিমের স্বজনরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বেগমগঞ্জ উপজেলা পরিষদে তা অপসারণের জন্য অভিযোগ দায়ের করেন।