
ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত নুসরাতের সহপাঠী যোবায়েরের দেওয়া তথ্যেও ভিত্তিতে হত্যার সময় ব্যবহত বোরকা উদ্ধার করেছে পিবিআই। শনিবার দুপুরে পিবিআইয়ের একটি দল রিমান্ডে থাকা যোবায়েরকে নিয়ে সোনাগাজী যায়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাগাজী সরকারী কলেজের পেছনে একটি খাল থেকে হত্যার সময় ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করে পিবিআই।
পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানান, যোবায়ের হত্যা মামলার এজহারভূক্ত আসামী। সম্প্রতি তাকে কারাগার থেকে রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করলে সে হত্যার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যেও ভিত্তিতে তাকে নিয়ে শনিবার অভিযান চালায় পিবিআই।
এদিকে নুসরাত হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কামরুন নাহার মণির দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে পিবিআইর একটি দল মণিকে নিয়ে অভিযান চালায়। এ সময় সোনাগাজী পৌর শহরের মানিক মিয়া প্লাজায় একটি বোরকার দোকানে গিয়ে দোকানমালিকের সঙ্গে কথা বলে বোরকা কেনার সত্যতা পায় পিবিআই। হত্যাকান্ডে অংশ নেওয়া পুরুষদের গায়ে থাকা তিনটি বোরকার একটি উদ্ধার করেছে পিবিআই।
গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিমের আরবি পরীক্ষা প্রথম পত্র দিতে গেলে মাদ্রাসায় দুর্বৃত্তরা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর ১০ এপ্রিল রাতে মারা যায়। পরদিন ১১ এপ্রিল বিকেলে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে নুসরাতে ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই মামলায় এজহার নামীয় ৮ জনসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এদের মধ্যে ৫ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। অপর ১২ আসামীর বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।