নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম বলেছেন, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিবিদ তথা সকল পেশাজীবি মানুষের সহযোগিতা নিয়ে এ অঞ্চলের উন্নয়ন করতে চাই। গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রেস ক্লাবের নিজস্ব মিলনায়তনে ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদলের সভাপতিত্বে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। রাবেয়া আলীম বলেন, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমি সকলকে নিয়ে সৈয়দপুরের উন্নয়নে অবদান রাখতে চাই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এমন কিছু সংবাদ পরিবেশন করবেন না, যা মানুষের কিংবা এ অঞ্চলের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। সংবর্ধনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা, সাধারণ সম্পাদক এম এ করিম মিস্টার, সাবেক সভাপতি আমিনুল হক, শিল্পপতি সিদ্দিকুল আলম, এম আর আলম ঝন্টু প্রমূখ। এ সময় প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।