নীলফামারীর সৈয়দপুরে গত ২০ এপ্রিল তুলশীরাম সড়কে পপুলার ল্যাব এ- মিশন জেলারেল হাসপাতালে স্পেসালাইজড নিউরোলজিক্যাল হেলথ ক্যাম্প এবং মিশন ফিজিওথেরাপী সেন্টারের উদ্বোধন করা হয়েছে। চিকিৎসা সেবায় এ নতুন ইউনিটের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলীম। এ সময় অন্যান্যের বক্তব্য বলেন, ভারতের নিউরো ও স্পাই বিশেষজ্ঞ প্রফেসর ডা: হরি প্রকাশ চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডা: মো: আজিজুল ইসলাম, প্রেস ক্লাব সাধারন সম্পাদক এম এ করিম মিস্টার, সাংবাদিক এম আর আলম ঝন্টু, নজরুল ইসলাম, ছাত্রলীগ পৌর সভাপতি মোশাররফ হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ¦ বখতিয়ার কবির, ডা. মো. জাহিদুল ইসলাম প্রমূখ। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: দেলোয়ার হোসেন।