ফরিদগঞ্জ প্রেসক্লাবের ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি পৌর এলাকার শাহাজাহান কবির বাংলোতে সকালে এর উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড, জাহিদুল ইসলাম রোমান। পরে প্রেসক্লাবের সদস্য, তাদের সহধর্মীনি এবং সন্তানদের নিয়ে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। বিকালে সমাপনি অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাহাংগীর আলম শিপন, সহকারি কমিশনার (ভূমি) মমতা আফরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।