ময়মনসিংহের আলালপুরে ট্রাক চাপায় এক মুক্তিযোদ্ধা দম্পতি ও দুই সহোদর নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার কারনে ময়মনসিংহ-শেরপুর সড়কে দুইঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ - শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুরে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে তারাকান্দার মুক্তিযোদ্ধ মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন এবং ফুলপুরের দুই সহোদর আব্দুল কুদ্দুস ও আবু ইউনুস ঘটনাস্থেলেই নিহত হয়। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।